খেলাধুলা

শুরুতেই সাজঘরে মাইলফলকের অপেক্ষায় থাকা তামিম

মাত্র ১৫ রান, প্রথম ইনিংসে এই রানটা করতে পারলেই একটা মাইলফলক হয়ে যেত তামিম ইকবালের। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের চার হাজারি ক্লাবে ঢুকে যেতেন দেশসেরা এই ওপেনার। পারলেন না, অপেক্ষা বাড়ালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরেছেন তামিম।

Advertisement

কেমার রোচের অফ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে আউটসাইড এজ হয়ে উইকেটরক্ষকের সহজ ক্যাচে পরিণত হয়েছেন তামিম, টেস্টের চার হাজারি ক্লাব থেকে ১১ রান দূরে থাকতেই।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২ রান। লিটন দাস ৮ রান নিয়ে ব্যাট করছিলেন।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ২০১১ সালের পর আবারও টাইগার টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে স্টিভ রোডসেরও।

Advertisement

এমএমআর/জেআইএম