খেলাধুলা

‘বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে ক্রোয়েশিয়ার’

বিশ্বকাপের শুরুতে ক্রোয়েশিয়াকে বলা হচ্ছিল ‘কালো ঘোড়া’। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে তারা প্রমাণ করেছে বিশ্বকাপ জয়ের জন্যেই রাশিয়ায় এসেছেন তারা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জয় এবং দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে ঐতিহাসি পেনাল্টি শুট আউটে জয়, সবমিলিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন ক্রোয়েট ফুটবলার ভিদা।

Advertisement

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে তারা। ’৯৮ সালের সেমিফাইনালিস্টরা আরো একবার বিশ্বকাপের শেষ চারে যাওয়ার স্বপ্নে বিভোর। ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা ডেনমার্ককে হারিয়েছি। ঈশ্বর চাইলে আমরা বিশ্বকাপ ট্রফি জিততেও পারবো। জয়ের জন্যেই মূলত আমরা এসেছি।’

ডেনমার্কের বিপক্ষে জয়ের নায়ক গোলরক্ষক সুবাসিচের ভূয়সী প্রশংসা করেন ভিদা। ‘আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ফুটবল দলগত খেলা যেখানে প্রত্যেক ম্যাচেই একজন নায়ক হয়।’

ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে আশানরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রোয়েশিয়া। ভিদা বলেন, ‘ম্যাচটি আমাদের সেরা ম্যাচ ছিল না। আমরা অনেক চাপ নিয়ে ফেলেছিলাম। বিশেষ করে, ২০১৬ সালের ইউরোতে পর্তুগালের কাছে হারার কথা এখনো স্মরণে রয়েছে আমাদের। জয়টা খুব কঠিন ছিল।’

Advertisement

ভিদার মনপ্রাণ জুড়ে এখন কেবলই রাশিয়া বধের স্বপ্ন। ‘আমরা এখন চাপমুক্ত হয়ে খেলব। অবশ্যই আমাদের প্রধান কাজই এখন রাশিয়াকে হারানো। আমরা শেষ পর্যন্ত যেতে চাই। আমরা খুব কাছেই আছি। এখনই থেমে যাওয়ার কোনো পরিকল্পনানেই আমাদের।’

আরআর/জেআইএম