রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যানসের পর গুঞ্জন শোনা যাচ্ছে হোর্হে সাম্পাওলিকে আর কোচের পদে রাখবে না আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এরই মধ্যে জানা গিয়েছে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে কোচ হিসেবে চাচ্ছে তারা। এই গুঞ্জনের মাঝেই পেরুর কোচ রিকার্ডো গারেসা জানিয়েছেন এএফএ চাইলে নিজ দেশের কোচের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন।
Advertisement
আর্জেন্টিনার ৬০ বছর বয়সী কোচ গারেসা চলতি বিশ্বকাপে ছিলেন পেরুর কোচের দায়িত্বে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় তার দল। অন্যদিকে দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়ে তার দেশ আর্জেন্টিনাও। বিশ্বকাপ শেষে পুরোপুরি মুক্ত আছেন বলে জানান গারেসা।
স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে আমি সম্পূর্ণ মুক্ত। আর্জেন্টিনার মতো ঐতিহ্যসমৃদ্ধ একটি দলের কোচ হতে পারাটা গৌরবের। তারা আমাকে বাছাই করলে আমি যেকোন সময় এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত।’
তবে পেরুর কাছ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব পেলে সেটিও ভেবে দেখবেন বলে জানান গারেসা। তিনি বলেন, ‘যদি পেরুর কাছ থেকে ৪ বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব পাই, তাহলে হয়তো আমাকে থামতে হবে। আমি আবার চিন্তাভাবনা করবো এবং পরে সিদ্ধান্ত নিবো।’
Advertisement
এসএএস/এমএস