জাতীয়

জিওগ্রাফিক পুরস্কার জিতল বাংলাদেশি শ্রমিকের ছবি

পাথর ভাঙ্গা শ্রমিকদের অমানুষিক পরিশ্রমের কথা কেউ জানেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশি সেই শ্রমিকদের উপরে তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার্স ফটো কনটেস্ট ২০১৫’তে দ্বিতীয় স্থান পেয়েছে।ফয়সাল আজিম নামের এক ভ্রমণকারি চট্টগ্রাম থেকে ছবিটি তুলেছেন। একটি কারখানায় বালির মধ্যে শ্রমিকদের কাজ করার দৃশ্য উঠে এসেছে ছবিটিতে।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মেক্সিকোর রোকা পার্টিদা দ্বীপে একটি তিমি ও তার বাচ্চাদের নিয়ে সাঁতার কাটার একটি ছবিওমানের ঐতিহ্যবাহী উট প্রতিযোগিতার একটি ছবি তৃতীয় স্থান দখল করেছে।থাইল্যাণ্ডের নোয়ান খাই প্রদেশের একটি পানির প্রবাহে একটি উড়ন্ত পাঁতিহাসকে দুই শিশু ধরার চেষ্টা করছেন এমন একটি ছবি চতুর্থ স্থান অর্জন করেছে।উগাণ্ডার গণ্ডার আশ্রয়কেন্দ্র থেকে তোলা সাদা গণ্ডারের একটি ছবি প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে।কুস্তি ভারতের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পর  প্রতিযোগীদের বিশ্রাম নেয়ার একটি ছবি ষষ্ঠ স্থান অর্জন করেছে।পূর্ব ইতালির আল্পস পর্বতের চূড়ার একটি দৃশ্য প্রতিযোগিতায় সপ্তম হয়েছে।পোল্যান্ড থেকে তোলা এই ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক ফটো প্রতিযোগিতার অষ্টম স্থান অর্জন করেছে।রোমানিয়ায় একটি গ্রামে সাদা তুষারপাতের দৃশ্য নবম স্থান অর্জন করেছে।নামিবিয়ার ৯০০ বছর বয়সী গাছের ছবিটি দশম স্থান অর্জন করেছে। এসআইএস/এমআরআই

Advertisement