দেশজুড়ে

গাঁজাসহ শেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি আটক

শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নূরানী মনি (২৫) ও তার বন্ধু আল-মামুনকে (২৪) জামালপুর জেলার বকশীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার সারমারা গ্রামের পাইকার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানিয়েছে, সারমারা গ্রামের পাইকার পাড়ার একটি মাদকের আস্তানা থেকে তাদের আটক করা হয়। তাদের নিকট থেকে ১৫ পুরিয়া (২০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ছাত্রলীগ নেতা মনির ব্যবহৃত নম্বর বিহীন পালসার মোটর সাইকেটটিও জব্দ করেছে।আটক জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নূরানী মনির বাড়ি শেরপুর শহরের উত্তর নবীনগর এলাকায়। তার বাবার নাম শাহাদত হোসেন মানিক। আর তার সহযোগী আল-মামুন শ্রীবর্দী উপজেলার শেখেরহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে।বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার বিকেলে সীমান্তবর্তী এলাকার ওই মাদকের আস্তানায় অভিযান চালায়। অভিযানকালে জুনায়েদ নূরানী মনি ও তার বন্ধু আল-মামুনকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট বলেন, বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আইন সবার জন্য সমান, গাঁজাসহ ধরা পড়ার পর দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে আমরা তার পক্ষে অবৈধ তদবির করতে যাব না।সভাপতি মাদকসহ ধরা পড়ায় সংগঠনের ভাবমুর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এ রির্পোট লেখা (রাত ৮টা) পর্যন্ত আটকরা বকশীগঞ্জ থানা হাজতে ছিলো। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় তিনি বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করবেন।হাকিম বাবুল/আরএস/আরআইপি

Advertisement