স্বাস্থ্য

ক্যান্সার চিকিৎসার প্রশিক্ষণ হবে দেশেই

বেসরকারি উদ্যোগে দেশে ক্যান্সার চিকিৎসার দক্ষ জনবল ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা পদার্থবিদ তৈরি করতে প্রশিক্ষণ ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছে ‘আলো ভুবন ট্রাস্ট’ নামের একটি সংগঠন। এ লক্ষ্যে সংগঠনটি সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার করার পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী।

অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া বলেন, ‘আমাদের দেশে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকদের ট্রেনিংয়ের অভাব রয়েছে। ফলে চিকিৎসকরা মান্ধাতার আমলের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের মধ্যে ধারণা আছে ক্যান্সার হলে আর বাঁচা যায় না। কিন্তু আমি জার্মানিতে থাকি। সেখানে ৮০-৯০ শতাংশ ক্যান্সার রোগী বেঁচে যায়।‘

তিনি আরও বলেন, ‘এখানে (বাংলাদেশে) ক্যান্সার হাসপাতাল হচ্ছে, কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে না। এর কারণ হিসেবে আমি দেখেছি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লাভ কম। এজন্য কেউ প্রশিক্ষণ প্রতিষ্ঠান করতে আগ্রহী নয়।‘

Advertisement

অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী বলেন, ‘বাংলাদেশসহ অন্যান্য সাউথ এশিয়ার দেশগুলোতে ক্যান্সার চিকিৎসার দক্ষ জনবল ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার কাজ করবে।‘

তিনি বলেন, ‘সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে মেডিকেল ফিজিক্সরা (চিকিৎসা পদার্থবিদ) প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণের মেয়াদ হবে এক থেকে দুই সপ্তাহ। ট্রাস্টি বোর্ড প্রশিক্ষণের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করবেন। তবে বিদেশ থেকে যারা আসবেন তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা আমরা করব।’

এমএএস/এসআর/পিআর

Advertisement