ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদীর সমর্থকরা দেশটির সবচেয়ে বড় সেনা ঘাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দেশটির নির্বাসিত সরকার সোমবার এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের লাহেজ প্রদেশের আল-আনাদ ঘাটিটি দখলের কথা জানিয়েছে।আরব নেতৃত্বাধীন জোটের সহায়তায় ওই ঘাটি দখল করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হুথি বিদ্রোহীদেরকে আরবজোটের পাশাপাশি নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদীর সমর্থক গ্রুপ পপুলার রেজিসট্যান্স কমিটির যোদ্ধারাও সহায়তা করেছে।পপুলার রেজিসট্যান্স কমিটির যোদ্ধারা অাল আনাদ প্রদেশের আরো একটি ঘাটিতে ঢুকে পড়েছে। হুথিদের হটাতে নির্দিষ্ট কিছু ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।উল্লেখ্য, গত মাসে হুথিদের কাছ থেকে বন্দর নগরী এডেনের দখল নেয় সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট। এদিকে হাদী সরকারের প্রধানমন্ত্রী চলতি সপ্তাহে এডেনে ফিরেছেন। এসআইএস/আরআইপি
Advertisement