ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগের হামলায় আহত তারেকের অবস্থার অবনতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় আহত তরিকুল ইসলাম তারেকের অবস্থার অবনতি হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান রাবি কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

Advertisement

তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন তারেকের একটি পা ভেঙে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। এরই মধ্যে মাথা ও পায়ে অপারেশন করা হয়েছে। সিটিস্ক্যানও করা হয়েছে। সিটিস্ক্যানের রিপোর্ট এলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে।

সোমবার বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত পতাকা মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হন তারেক। তাকে ঘটনাস্থলে লাঠি, জিআই পাইপ, হাতুড়ি, রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারেক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

Advertisement

বিএ