দেশজুড়ে

তিশা পরিবহনে ৩০ হাজার ইয়াবা, পুলিশ দেখে পালাল চালক

কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ সাব্বির (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে কক্সবাজার থেকে ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটে চলাচলকারী তিশা এক্সক্লুসিভ (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৩৭) বাসটি দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় থামানো হয়। এ সময় পুলিশের টহল দল দেখে বাসের চালক জাহের ও সুপারভাইজার মিজান বাসটি রেখে পালিয়ে যায়।

দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, চালক ও সুপারভাইজার পালিয়ে গেলে সন্দেহবশত হেলপারকে গ্রেফতার করা হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ও বাসের অন্যান্য স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরও জানান, এ ঘটনায় তিশা বাসটিসহ জব্দ করা হয়েছে। গ্রেফতার হেলপার সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে তিশা গাড়িযোগে নিয়ে আসা হয়। এ বিষয়ে সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস