যুবলীগ ক্যাডারদের চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে দোকান পাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন বগুড়ার নাটাইপাড়া (বউ বাজার) দোকান মালিক সমিতি। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বউ বাজার এলাকার তিন শতাধিক দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়। এদিকে ব্যবসায়ীরা কর্মসূচির ঘোষণা দিয়ে মাইকিং শুরু করলে সোমবার রাতে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবলীগ ক্যাডার আব্দুস সালামকে (৩৫) পুলিশ গ্রেফতার করে।স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, নাটাইপাড়া এলাকার যুবলীগ ক্যাডার আব্দুস সালাম ও তার সহযোগীরা এলাকার দোকানপাট থেকে জোরপূর্বক নিয়মিত চাঁদা আদায় করে থাকে। চাঁদা দিতে অস্বীকার করায় সালাম বাহিনী গত ২২ জুলাই মাংশ ব্যবসায়ী রমজান আলীর দোকানে হামলা করে তাকে মারপিট করে এবং ১ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হলে ২ দিন পর সালাম ও তার সহযোগীরা রজমানের দোকানে আবারো হামলা করে ৮ হাজার টাকা নিয়ে যায়। বউবাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক জানান, সালাম ও তার সহযোগীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। কিন্তু ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ কোনো পদক্ষেপ না নেয় না। এ কারণে দোকান পাট বন্ধ রেখে তারা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ম্মারকলিপিও প্রদান করা হয়।নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) সাইফুল ইসলাম জানান, বউবাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ টহল থকে। এছাড়াও সালামকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ জানান, আব্দুস সালাম আগে তাদের দলের বিভিন্ন কর্মসূচিতে আসতো। এখন তাকে দেখা যায় না। তবে সে শহর যুবলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।লিমন বাসার/এসএস/আরআইপি
Advertisement