ক্যারি অন সিস্টেম বাতিলের প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে তারা এ ক্লাশ বর্জন কর্মসূচি শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে সেখান থেকে অবিলম্বে ক্যারি অন সিস্টেম বাতিলের আদেশ প্রত্যাহারের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি না মানা পর্যন্ত ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। জানতে চাইলে বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ আহসান হাবিব জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এখানে তাদের করার কিছু নেই। তবে আন্দোলনরতদের ক্লাস করার জন্য অনুরোধ জানানো হয়েছে।লিমন বাসার/এসএস/এমআরআই
Advertisement