ক্যাম্পাস

রাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর আহতবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক।

Advertisement

সরেজমিনে দেখা যায়, জাতীয় পতাকা হাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের দিক থেকে আসছিলেন কোটা আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের কর্মসূচির খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুুর নেতৃত্বে প্রধান ফটকে জমায়েত হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠি, জিআই পাইপ, হাতুড়ি ও রড দেখা যায়।

আন্দোলনকারীদের দেখা মাত্রই ধাওয়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া দেন। একজন পড়ে গেলে তাকে উপর্যুপরি মারধর করতে থাকে ছাত্রলীগ নেতারা।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগের কেউ আহত হয়নি। এর অতিরিক্ত কোনো কথা বলতে রাজি হননি তিনি।

Advertisement

এদিকে ঘটনার সময় উপস্থিত থাকা মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাসের ভেতরে চলে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে আহত শিক্ষার্থীকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

এমএএস/আরআইপি