রাজনীতি

কোটা আন্দোলনে বাতাস দিয়ে টিকে থাকার চেষ্টা করছে বিএনপি

বিএনপি কোটা আন্দোলনে বাতাস দিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকারীদের ঘাড়ে ভর করেছে। তারা কোটা আন্দোলনে বাতাস দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। বানের পানি থেকে বাঁচার জন্য খড়কুটা ধরে আশ্রয় নেয়ার অবস্থায় রয়েছে বিএনপি।‘

Advertisement

হাছান বলেন, ‘এত দিন পরে কোটা আন্দোলনকারীরা সরব হওয়ার পেছনে রাজনীতি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারীরা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বক্তব্য প্রকাশ পেয়েছে তাতে তা স্পষ্ট। ফখরুল সাহেবরা তাদের কাঁধে ভর করে রাজনীতি করার চেষ্টা করবেন আর সরকার সে ফাঁদে পা দেবে, সেটা হয় না।‘ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একদিকে কোটা বাতিলের আরেকদিকে কোটা বহালের আন্দোলন চলছে। সরকার শুধু একপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে না। সরকারকে সবার কথা শুনতে হবে। এই পদ্ধতি বাতিল করতে হলে সরকারকে চিন্তা-ভাবনা করে বিচার বিশ্লেষণ করতে হবে। কোনো অনগ্রসর জাতি-গোষ্ঠী যাতে বৈষম্যের শিকার না হয়, যাতে সবার মতের প্রতিফলন ঘটে, সে বিষয়গুলোকে খেয়াল রেখতে হবে।‘

কোটা আন্দোলন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে চাকরিতে কোটা পদ্ধতি চালু হয়। সাড়ে চার দশক সময় ধরে এ পদ্ধতি চালু রয়েছে। সেটা বাতিল করতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা কয়েকজন মিলে শাহবাগে আন্দোলন করলাম, কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করলাম, আর সাথে সাথে বাতিল করে দিলাম, সেটা তো হয় না।‘

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি গাজীপুর সিটি নির্বাচনে গো-হারা হেরেছে। এখন কয়েকজন ছাত্রদের উপর ভর করে রাজনীতি করতে চাচ্ছে। তারা আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।‘

Advertisement

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইদ্রিস মল্লিক প্রমুখ।

এইউএ/এমএ/এসআর/এমএস