ক্যাম্পাস

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে ঢাবি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর কেন্দ্রীয় শহীদ মিনারের হামলার বিষয়ে কিছুই জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে সংগঠিত ঘটনাগুলোর বিষয়েও তাকে কেউ অবহিত করেনি বলে জানান তিনি।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘আজকের (সোমবার) হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই বিষয়টি আমাকে অবহিত করেননি। আমি যেহেতু হামলার বিষয়ে অবহিত নই এবং কেউ যেহেতু অভিযোগ করেনি তাই এ নিয়ে কিছু বলতে পারছি না। অভিযোগ করলে ব্যবস্থা নেব।’

ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ও শিক্ষকদের মানববন্ধনে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব ‘নিরাপত্তাহীনতায় ভুগছেন’ বলে দেয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়েও আমি কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। জানালে ব্যবস্থা নেব।’

Advertisement

গত শনিবার ঢাবির কেন্দ্রীয় গ্রন্হাগারের সামনে গঠিত ঘটনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমাদের কেউ অভিযোগ করেনি। শনিবারের হামলার নিয়ে আমরা কাজ করছি। কারা হামলা করেছে তাদের চিহ্নিত করার ব্যবস্থা করব আমরা। এছাড়া শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

তবে ওইদিনে (শনিবার) ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে জানিয়ে প্রক্টর বলেন, ‘শনিবারের হামলার নিয়ে আমরা কাজ করছি। কারা হামলা করেছে তাদের চিহ্নিত করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

গতকাল রোববার মূকাভিনেতা মীর লোকমানকে ছাত্রলীগের মারধর ও শনিবার প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে বলে সাংবাদিকরা অবহিত করলে প্রক্টর বলেন, ‘গতকাল (রোববার) অভিযোগ পেয়েছি। প্রক্টরিয়াল বডি কাজ করছে। আমরা ব্যবস্থা নেব।’

ক্যাম্পাস নিরাপদ রাখার দায়িত্ব ছাত্রলীগের না প্রক্টরিয়াল বডির? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব প্রক্টরিয়াল বডির। অন্য কাউকে এ দায়িত্ব দেয়া হয়নি।’

Advertisement

এমএইচ/জেইউ/আরএস/এমএস