স্বাস্থ্য

বিএসএমএমইউতে ৪২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল এ বাজেট ঘোষণা করেন।

Advertisement

বিএসএমএমইউতে গত অর্থবছরে (২০১৭-১৮) বাজেটের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ৪০ লাখ ৫৮ হাজার (সংশোধিত) টাকা। এবার বাজেটের শতকরা হারে বৃদ্ধির পরিমাণ ১৬ দশমিক ৫৫ ভাগ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আাখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হানন্নান ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় গত অর্থবছর ২০১৭-১৮ ও ২০১৮-১৯ এর প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

Advertisement

এমইউ/আরএস/পিআর