আন্তর্জাতিক

আট বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

বেলজিয়ামের আট বছর বয়সী এক শিশু মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করেছে। যা শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে। এখন দু’মাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

Advertisement

তার বাবা একজন বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫।

বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে লরেন্ট জানিয়েছে, তার প্রিয় বিষয় গণিত। কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিতও আছে।

তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই লরেন্ট অন্য শিশুদের সঙ্গে মিশতে পারতো না বা খেলতে পারতো না। খেলনার প্রতিও তার কোন আগ্রহ ছিল না।

Advertisement

লরেন্ট জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বরং কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

তবে তার বাবা বলছেন, যদি সে কাল আবার কাঠমিস্ত্রিও হতে চায় সেটাও আমাদের জন্য কোন সমস্যা নয়। তার যা করতে ভালো লাগবে, তাতেই আমরা খুশী।

টিটিএন/পিআর

Advertisement