লোকসভা থেকে কংগ্রেসের ২৫ সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে স্পিকারের সমালোচনা করেছেন দলটির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। সোমবার অধিবেশন চলাকালীন বিরোধীদল কংগ্রেসের সাংসদরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হট্টগোল করায় তাদের বহিষ্কার করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।স্পিকার সুমিত্রা মহাজনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লিতে পার্লামেন্টের প্রবেশপথে গান্ধীর মূর্তির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেসের নেতারা।এ সময় কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, তার পুত্র রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দলের ঊর্ধ্বতন নেতারা অংশ নেন।এসঅাইএস/আরএস/এমআরআই
Advertisement