লিচু রসালো সুস্বাদু ফল। এখন লিচুর মৌসুম। কিন্তু দীর্ঘ খরা হলে লিচু শুকিয়ে যেতে পারে। এছাড়া লিচুর ফল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আসুন জেনে নেই এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সম্পর্কে-
Advertisement
লিচু শুকিয়ে গেলে: লিচু শুকিয়ে গেলে যে ব্যবস্থা নিতে পারেন-
১. খরা মৌসুমে সপ্তাহে ২ বার নিয়মিত সেচ দেওয়া।২. বিকাল বেলা গাছে পানি স্প্রে করা।৩. পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।
> আরও পড়ুন- কেন চাষ করবেন লটকন
Advertisement
লিচু ফেটে গেলে: লিচু ফেটে গেলে এর প্রতিকার হচ্ছে-
১. খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া।২. গুটি বাঁধার পরপরই সলুবর বোরণ ২ গ্রাম বা লিটার হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার স্প্রে করা।৩. বর্ষার আগে ও পরে বছরে ২ বার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।৪. প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা।৫. পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।
এসইউ/পিআর
Advertisement