আইন-আদালত

খালেদার দণ্ড বাড়ানোর আপিল শুনানি মঙ্গলবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড খালাস চেয়ে করা আপিলের সঙ্গে তার সাজা বাড়ানোর জন্য দুদকের কার আবেদনেরও (রিভিশন) শুনানি অনুষ্ঠিত হবে। দুই আবেদন একসঙ্গে শুনানির জন্য আগামী ৩ জুলাই (মঙ্গলবার) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

Advertisement

৩ জুলাই খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল আবেদনের সঙ্গে দুদকের পক্ষ থেকে খালেদার সাজা ৫ বছর থেকে বাড়ানোর আবেদন, একই মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিনন আহমদের করা আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের পক্ষে আদালতে আজ আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। এখন বেঞ্চে পরিবর্তন করা হয়েছে।

ঈদের ছুটি, সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে গত ২১ জুন হাইকোর্টের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি। এ সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে বিচারপতি সহিদুল করিমকে অন্য একটি বেঞ্চে যুক্ত করা হয়।

পাশাপাশি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সঙ্গে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানকে যুক্ত করা হয়। এছাড়াও পুনর্গঠিত এ বেঞ্চে দুদকের মামলার শুনানির এখতিয়ার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে. এম. হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দেয়া হয়।

এ কারণে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল আবেদন ব্যতিত খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের রিভিশন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

Advertisement

দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা আমাদের (দুদক) আবেদন হাইকোর্ট শুনতে অপারগতা প্রকাশ করে দুদকের মামলার জন্য নির্ধারিত বেঞ্চে শুনানি করতে বলেন। কিন্তু আমরা উভয়পক্ষের আবেদন একসঙ্গে শুনানি করতে চেয়েছি। তাই এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই। এর পরিপ্রেক্ষিতেই খালেদা জিয়ার আপিল আবেদনের সঙ্গে আমাদের রিভিশন আবেদন ও অন্য দুই আসামির আপিল আবেদনের একসঙ্গে শুনানির আদেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবন্দি রয়েছেন।

এফএইচ/আরএস/আরআইপি