ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু বড়মাপের একজন খেলোয়াড়ই নন, বড়মাপের মানুষও। এর আগে অনেকবারই সেটা দেখিয়েছেন পর্তুগিজ যুবরাজ। শনিবার রাতে আরও একবার নিজের বড় মনের পরিচয় দিলেন রিয়াল তারকা। দল হারের মুখে দাঁড়িয়ে, মনটা নিশ্চয়ই ভালো ছিল না। এমন সময়ে তো প্রতিপক্ষের প্রতি রাগও হয় অনেকের।
Advertisement
তবে রোনালদোকে দেখা গেল অন্য চরিত্রে। ম্যাচের ৭০তম মিনিটে পায়ে ব্যথা পান উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। খোঁড়াচ্ছিলেন, মাঠ থেকে বের হয়ে যেতেও কষ্ট হচ্ছিল। এমন সময়ে এগিয়ে আসেন রোনালদো। উরুগুয়ের ফরোয়ার্ডকে একেবারে গায়ে ধরে সাইডলাইনের বাইরে বের হয়ে যাওয়া পর্যন্ত নিয়ে যান তিনি। কাভানি তার কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান।
ম্যাচের এমন মূহুর্তে রোনালদোর এই স্পোর্টসম্যানশিপ দেখে বাহ্ববা দিচ্ছে পুরো ফুটবল বিশ্ব। ম্যাচ হেরেও তাই প্রশংসাবাণে ভাসছেন পর্তুগিজ অধিনায়ক।
এমএমআর/আরআইপি
Advertisement