অর্থনীতি

চাঙ্গা পুঁজিবাজারে লেনদেন ছাড়ালো ৯শ` কোটি টাকা

টানা চার কার্যদিবস ধরে পুঁজিবাজরে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। সূচকের সঙ্গে লেনদেনও বাড়ছে ধারাবাহিক ভাবে। মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাঁড়িয়েছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দামও।বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে ডিএসইতে টাকায় অংকে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৭ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৮১১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।ডিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৩৫টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ টাকার।এসআই/আরএস/আরআইপি

Advertisement