খেলাধুলা

যতদিন দলের প্রয়োজন, ততদিন খেলে যাবো : আগুয়েরো

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার হাভিয়ের মাচেরানো ও লুকাস বিলিয়া। ধারণা করা হচ্ছিল দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোও এমন কোন সিদ্ধান্ত নেবেন।

Advertisement

ম্যাচ শেষে লিওনেল মেসি সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেও, আগুয়েরো জানিয়েছেন এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। এ বছরের জুন মাসে ৩০ বছর পূর্ণ হয়েছে আগুয়েরোর। ফিটনেস ধরে রাখতে পারলে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখতে পারেন তিনি।

তবে কাতার বিশ্বকাপে না হোক, জাতীয় দলের হয়ে তিনি আরও ম্যাচ খেলবেন তা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে আগুয়েরো বলেন, ‘তারা (আর্জেন্টিনা) যতদিন মনে করবে আমাকে প্রয়োজন, আমি প্রস্তুত থাকবো। বাদ পড়ায় আমি খুবই হতাশ। তবে এটা নিয়েই বসে থাকলে চলবে না। আমাদের সামনের দিকে এগুতে হবে।’

এ সময় ম্যাচের প্রতিপক্ষের ব্যাপারে আগুয়েরো বলেন, ‘আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল, আমরা সব করেছি। আমাদের প্রতিপক্ষ এর চেয়েও শক্ত মনোবল নিয়ে খেলেছে। আর্জেন্টিনা দলে আমাকে যতদিন প্রয়োজন পড়বে, আমি খেলতে রাজি থাকব। তবে এটা সত্যি যে তারুণ্যকে জায়গা দিতে একদিন ঠিকই সরে যেতে হবে।’

Advertisement

ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সংবাদ মাধ্যমের সাথে কথা না বললেও, মেসির বন্ধু আগুয়েরোই জানান দেন মেসির মনের অবস্থার সম্পর্কে। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই বিপর্যস্ত অবস্থায় আছি। তবে সবচেয়ে নাজুক অবস্থায় আছে হয়তো মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিবার সে পাহাড়সম চাপ নিয়ে মাঠে নামে। তবে আপনি যখন এমনভাবে হেরে যাবেন, তখন আসলে মাঠে আগত দর্শকদের ধন্যবাদ দেয়া ছাড়া উপায় থাকে না।’

এসএএস/জেএইচ