চলতি বিশ্বকাপে কম জল ঘোলা হয়নি আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির ব্যাপারে। একে তো মাঠের ভেতরে দলের ব্যর্থতা, অন্যদিকে মাঠের বাইরে নিজের কর্তৃত্ব হারানোর জোর গুঞ্জন। সংবাদ মাধ্যমে খবর উড়ছিল বিশ্বকাপে ব্যর্থ হলেই চাকরি হারাবেন সাম্পাওলি।
Advertisement
শনিবার রাতে শেষ ষোলর ম্যাচে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করে সবার আগে নক আউট থেকে বাদ পড়েছে আর্জেন্টিনা। দলের এই ব্যর্থতার বড় একটা দায় বর্তায় কোচের ঘারেও। নিজের দায় স্বীকার করে নিলেও দায়িত্ব ছাড়তে রাজি নন আর্জেন্টিনা কোচ। তার মতে হতাশা থেকে আবেগের বশে নেয়া কোন সিদ্ধান্তের ফল ভাল হতে পারে না।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে সাম্পাওলি বলেন, ‘বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা খুবই হতাশার। কারণ খেলোয়াড়রা চেষ্টার কমতি রাখেনি। তবে হতাশা থেকে আমি পদত্যাগ করার মতো কোন সিদ্ধান্ত নিচ্ছি না।’
এ সময় ম্যাচের আগে নিজেদের পরিকল্পনার ব্যাপারেও কথা বলেন আর্জেন্টিনার কোচ। তিনি জানান মাঠের বাইরে যতো পরিকল্পনাই হোক, মাঠের খেলায় সেসবের ছাপ রাখা যায়নি বলেই হতাশাই সঙ্গী হয়েছে আর্জেন্টিনার। সাম্পাওলি বলেন, ‘আর্জেন্টিনাকে জেতানোর জন্য দুর্দান্ত একটি পরিকল্পনা সাজিয়েছিলাম আমি। এই বিশ্বকাপ আমাকে কোচ হিসেবে আরও পরিণত করবে। আমরা ম্যাচের মধ্যে যা যা হতে পারে, সেসব নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। কিন্তু ফুটবলে মাঠের খেলাটাই আসল।’
Advertisement
এসএএস/জেএইচ