খেলাধুলা

জাতীয় দল থেকে অবসর নিলেন মাচেরানো

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে রীতিমত বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এর ঠিক পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মাঝ মাঠের কাণ্ডারি হাভিয়ের মাচেরানো।

Advertisement

‘এখন জাতীয় দলকে বিদায় জানানোর সময়। কোন একদিন হয়তো এই ছেলেগুলোই আর্জেন্টিনার হয়ে কিছু জয় করবে’, কান্নাভেজা কণ্ঠে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসে বলেন মাচেরানো।

২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মাচেরানোর। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দ্রুতই আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন সাবেক এই বার্সা তারকা। আরআর/জেএইচ

Advertisement