খেলাধুলা

টানা সিরিজের পর ছুটিতে টাইগাররা

বিশ্বকাপ থেকে টানা সিরিজ খেলার মধ্যে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজের আগে দুইমাস কোন আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় বড় ছুটি পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।বিশ্বকাপের পর ওয়ানডে সিরিজগুলোতে ছিল শতভাগ সাফল্য। টেস্ট সিরিজগুলো বৃষ্টির কাছে হার মানলেও সময়টা খারাপ যায়নি টাইগারদের। অস্ট্রেলিয়া সিরিজের আগে কোন আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় বড় ছুটি পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঈদে পরিবারের সঙ্গে থাকা হয়নি বেশীরভাগ ক্রিকেটারদেরই। বিশেষ করে টেস্ট স্কোয়াডে থাকা সদস্যদের। তাই মঙ্গলবার থেকে শুরু হওয়া ছুটিকে নিজেদের মতো করেই কাটাতে চাইছেন সবাই।ছুটি কাটাতে বেশিরভাগই রওয়ানা দিচ্ছে দেশের বাড়ির উদ্দেশ্যে। ওয়ানডে ও টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান জানান, আপাতত ঢাকাতেই অবস্থান করবেন। গ্রামের বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা দেবেন ৮ আগস্ট। ১০-১২ দিন পরিবারের সঙ্গে কাটিয়ে ফিরতে পারেন ২০ তারিখের দিকে। আরো বললেন, ‘যত দ্রুত সম্ভব বাড়ি যেতে চাই। ফিরবো ২০ তারিখে। তারপর অনুশীলন শুরু।’ওয়ানডেতে তামিম ইকবালের অন্যতম সহযোগী সৌম্য সরকার বলেন, ‘গ্রামের বাড়ি ঘুরে আসবো এর মধ্যে। তবে কবে যাবো সেটা এখনো নিশ্চিত নয়। খুব তাড়াতাড়িই চলে যাবো।’ নাসির হোসেন বলেন, ‘গ্রামের বাড়ি রংপুর যাচ্ছি আগামী ছয় তারিখে। ফিরতে ফিরতে ১৭ অথবা ১৮ তারিখ। পরিবারের সঙ্গে আর আড্ডা দিয়ে ছুটিটাকে উপভোগ করতে চাই।’ টেস্টে বাংলাদেশ দলের উদীয়মান তারকা ব্যাটসম্যান লিটন দাসও ধরতে চলেছেন বাড়ির পথ। চলতি মাসের সাত অথবা আট তারিখে বাড়ি যাবেন তিনি। ফিরতে ফিরতে ২০ তারিখ।উল্লেখ্য, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।এমআর

Advertisement