রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ শুক্রবার (২৯ জুন) মুক্তি পেয়েছে ৫ হাজার হলে। মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। অনলাইনেই নাকি পাওয়া যাচ্ছে আলোচিত এই সিনেমা। রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে অনলাইনে ফাঁস হয়েছে বলে দাবি করেছেন অনেকেই।
Advertisement
টুইটারে এক ব্যক্তি লিখেছেন, ‘সঞ্জু ফাঁস হয়েছে। অনুগ্রহ করে কেউ টরেন্ট লিংক শেয়ার করবেন না। পাইরেসিকে না বলুন।’ পাইরেসির করণে অনেকে ধারণা করছেন 'সঞ্জু' ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে।
সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের নানা অংশ তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই থাকছে।
‘সাঞ্জু’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পারেশ রাওয়াল, দিয়া মির্জা, সোনম কাপুর, ভিকি কুসাল, মনীষা কৈরালা, জিম সারাব ও অনুশকা শর্মা । সঞ্জয় দত্তের জীবনী নির্ভর এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বিন্দু বিনদ চোপড়া।
Advertisement
এমএবি/এলএ/আরআইপি