দেশজুড়ে

আগরতলার সচল রেলে অচল আখাউড়া স্থলবন্দর

দেশের অন্যতম বৃহৎ ও রফতানিফমুখী স্থলবন্দর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক, বর্জ্য তুলা, ভোজ্য তেল ও খাদ্য পণ্যসহ ৩০টিরও বেশি পণ্য রফতানি হয়ে থাকে। আখাউড়া স্থলবন্দরে রফতানি বাণিজ্যের হালচাল নিয়ে জাগো নিউজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে ১ম পর্ব।

Advertisement

গত কয়েক বছর ধরে ভারতের আগরতলার ব্যবসায়ীদের নানা অজুহাত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে ২০ শতাংশে নেমে এসেছে আখাউড়া স্থলবন্দরের রফতানি কার্যক্রম। আগে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করা হতো আর এখন ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি হয়। সব মিলিয়ে বন্দরে অনেকটা অচলাবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রফতানি কার্যক্রম।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোর রেল যোগাযোগ চালু হওয়ার পর থেকেই ধস নেমেছে আখাউড়া স্থলবন্দরের রফতানি বাণিজ্যে। আগরতলার বড় ব্যবসায়ীরা নিজ দেশের অন্যান্য রাজ্য থেকে ট্রেনে করে কম দামে মালামাল নিয়ে আসছেন। তাই তারা বাংলাদেশি পণ্য আমদানি করছেন না।

বন্দরের ব্যবসায়ী নেতারা জানান, ১৯৯৫ সালের পর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে আগরতলায় পণ্য আমদানি-রফতানি হয়ে আসছে। ২০১০ সালের ১৩ আগস্ট এটি পূর্ণাঙ্গ বন্দর হিসেবে আত্মপ্রকাশ করার পর আমদানি-রফতানি কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি সম্প্রসারিত হয়। তখন রড, সিমেন্ট, পাথর, প্লাস্টিক, কাঁচা মাছ ও শুঁটকিসহ আরও বেশ কয়েকটি পণ্য রফতানি করা হতো আগরতলায়। প্রতিদিন তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক আগরতলায় প্রবেশ করতো। এর মধ্যে পাথরের ট্রাকই ছিল সবচেয়ে বেশি।

Advertisement

২০১৫ সাল পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন এমন চিত্র দেখা গেলেও আগরতলায় রেল যোগাযোগ চালু হওয়ার পর থেকে এখন গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০টি পণ্য বোঝাই ট্রাক আগরতলায় ঢুকছে। বাংলাদেশ থেকে কম খরচে নিজ দেশের অন্যান্য রাজ্য থেকে পণ্য সরবরাহ করছেন সেখানকার ব্যবসায়ীরা। তাছাড়া ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের সড়ক পথেও উন্নয়ন হয়েছে। এর ফলে ভারতীয় বড় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য নিতে অনীহা প্রকাশ করছে। কেবল ছোট ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করে টিকে আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

এ দিকে মাছে ফরমালিন দেয়ার অজুহাতে মাঝখানে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমাদানি বন্ধ করে দেয় আগরতলার ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি ভারতের অন্ধ্র প্রদেশের মাছে ফরমালিন পাওয়া গেছে। কিন্তু আগরতলার ব্যবসায়ীরা মিথ্যা অভিযোগ করে হঠাৎ করে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয়। পরবর্তীতে কোলকাতায় মাছের নমুনা পরীক্ষার শর্তে মাছ নেয়ার ঘোষণা দেয় তারা। তবে আগের চেয়ে অনেক কম পরিমাণে মাছ নিচ্ছে ব্যবসায়ীরা। এছাড়া গার্মেন্টস পণ্য ও মশারির কাপড় রফতানির ক্ষেত্রেও চেন্নাইয়ে পরীক্ষা করার অজুহাত দেখান আগরতলার ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জাগো নিউজকে বলেন, আগে শ্রমিকদের কার্মচাঞ্চল্যে মুখরিত থাকতো আখাউড়া স্থলবন্দর। কিন্তু এখন আর শ্রমিকদের মাঝে সেই কর্মচাঞ্চল্যতা নেই। রফতানি বাণিজ্যের হার কমে এসেছে। ছোট ব্যবসায়ীদের কারণে এখনো এ বন্দর দিয়ে আমরা কিছু পণ্য রফতানি করতে পারছি। যে কোনো মুহূর্তে রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া জাগো নিউজকে বলেন, পাথর রফতানি কমে যাওয়ায় আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আগরতলার বড় ব্যবসায়ীরা এখন শিলং থেকে ট্রেনে করে খুব সহজে পাথর নিয়ে আসেন। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে রফতানি কার্যক্রম। বন্দর ও বন্দরের ব্যবসায়ীদের বাঁচাতে হলে দেশের অন্যান্য বন্দরের মতো এ বন্দর দিয়েও চাহিদা সম্পন্ন পণ্য আমদানির অনুমতি দিতে হবে।

Advertisement

আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর (পরিদর্শক) আবদুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, রফতানি কমে যাওয়ায় বন্দরের আয়ও কমে গেছে। গড়ে প্রতিদিন ২০/৩০টি পণ্যবোঝাই ট্রাক আগরতলায় ঢোকে এখন। প্রতিটি ছোট ট্রাক থেকে ১৭৯ টাকা ৪০ পয়সা ও বড় ট্রাক থেকে ২৩৯ টাকা ১৩ পয়সা মাশুল পেয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। রফতানি কার্যক্রমের এ অবস্থা চলতে থাকলে স্থবির হয়ে পড়বে বন্দর।

আরএআর/পিআর