লাইফস্টাইল

মশা আপনাকে বেশি কামড়ায় কেন?

একই কক্ষে থাকা আপনার বন্ধুকে হয়তো মশা ততটা কামড়ায় না, যতটা আপনাকে কামড়ায়। কোথাও বসলে মশা সবার থেকে বেশি আপনাকেই ঘিরে রাখে। মশার যন্ত্রণায় অতিষ্ট হতে হতে ভাবেন, আমাকেই কেন মশা বেশি কামড়ায়! এর উত্তর নিশ্চয়ই জানেন না। তবে কেন মশা আপনাকেই বেশি কামড়ায় তার উত্তর উঠে এসেছে এক গবেষণায়।

Advertisement

আরও পড়ুন: কী খেলে পাকা চুল কালো হয়?

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে। তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। অনেকেই ঠাট্টা করে মাঝে মধ্যে বলেন, যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকেই মশা বেশি কামড়ায়। আসলে বিষয়টাও অনেকটা তেমনই। অন্তত এমনটাই দাবি এই মার্কিন গবেষকদের।

ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের গবেষক লার্ক কফির মতে, মানুষের শরীরের গন্ধ এবং নিঃশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই-অক্সাইডে আকৃষ্ট হয় মশা। কারো কারো শরীরের গন্ধ মশার কাছে বেশি প্রিয়। তার মতে, আমাদের ত্বক থেকে নিঃসৃত কিছু রাসায়নিক (যেমন, ল্যাকটিক এসিড) মশাকে বেশি আকর্ষণ করে। যাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি নির্গত হয়, তাঁদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।

Advertisement

আরও পড়ুন: মোজায় দুর্গন্ধ হলে কী করবেন?

এছাড়াও পরীক্ষা করে দেখা গিয়েছে, ও গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায়। এই মার্কিন গবেষকদের দাবি, গর্ভবতী মহিলা, যাদের শরীর অতিরিক্ত মেদযুক্ত, শরীরচর্চার পর বা মদ্যপানের পর মানুষকে মশা বেশি কামড়ায়।

এইচএন/পিআর

Advertisement