দেশজুড়ে

ওসমানী বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যুবক আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণসহ সাদিকুর রহমান সামু (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ, কাস্টমস এবং শিল্প ও গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে আটক করে।

Advertisement

আটক সামু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।

আর্মড পুলিশ জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের বারগুলো আনা হয়। ফ্লাইটটি শনিবার সকাল সাড়ে ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। দুটি কার্টনে করে বিভিন্ন ধরণের জিনিসপত্রের ভেতরে লুকিয়ে ২২ পিস স্বর্ণের বার নিয়ে আসেন সামু।

গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ, কাস্টমস এবং শিল্প ও গোয়েন্দা বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২২ পিস স্বর্ণের বার উদ্ধার করা করে। ২ কেজি ৫৭৪ গ্রাম ওজনের এই স্বর্ণের বাজারমূল্য অনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে আর্মড পুলিশ।

Advertisement

ছামির মাহমুদ/আরএআর/পিআর