জাতীয়

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায়

তিন দিনের সফরে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। রোহিঙ্গা পরিস্থিতি, বাণিজ্য ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করতে তার এই সফর। রোহিঙ্গাদের দুর্দশা নিজ চোখে দেখতে ও তাদের সঙ্গে কথা বলতে আশ্রয়কেন্দ্রেও তার যাওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

Advertisement

সূত্র জানায়, রোববার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্ক ফিল্ড। এ সময় তাদের মধ্যে বাণিজ্য ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা হতে পারে। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জেডএ/পিআর

Advertisement