অর্থনীতি

বাণিজ্যিক লেনদেন বাড়াতে নতুন ৬টি বন্দর

পণ্য আমদানি-রফতানি করতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছয়টি করে বন্দর চিহ্নিত করা হলো কলকাতায় আয়োজিত বণিকসভার আলোচনা সভায়৷অভ্যন্তরীণ এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন না বাড়ালে জাহাজ চালানো সম্ভব নয়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে৷কলকাতায় বণিকসভার হলে বুধবার আয়োজিত আলোচনা সভায় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার ডিরেক্টর এস ভি কে রেড্ডি জানান, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে৷ কলকাতা থেকে মিয়ানমার হয়ে যাতে পণ্য মিজোরামে সরবরাহ করা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ নদীপথে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করা হবে কলকাতাকে৷আবার পারাদ্বীপের সঙ্গে সমুদ্রপথে কলকাতাকে যুক্ত করে কলকাতা থেকে একটি জলপথ উপকূল হয়ে বাংলাদেশে ঢুকবে, যার মাধ্যমে যুক্ত হবে আসম, ত্রিপুরা, মিজোরাম৷ সমুদ্রপথে মিয়ানমারের সিট্টয়ে ও পালেটওয়া হয়ে স্থলপথে পণ্য পৌঁছাবে মিজোরামে৷শিপিং করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর কে ট্যান্ডন বলেন, ‘উত্তর-পূর্ব ভারতে কম খরচে পণ্য পৌঁছানোর দিকে ভারত সরকার বেশি করে গুরুত্ব দিচ্ছে৷ ভারত-মিয়ানমার জলপথ পরিসেবা বাড়ানোর জন্য বণিক মহলের সহায়তা চেয়েছে রাষ্ট্রায়ত্ত শিপিং করপোরেশন৷’

Advertisement