যুক্তরাষ্ট্রের জমকালো শহর নিউ ইয়র্কের এনটিভি ভবনে আয়োজিত হতে যাচ্ছে বাংলা সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। নিউ ইউয়র্কস্থ সংগঠন বিএনএস লজেস্টিক আইএনসি এর আয়োজন করছে। আগামী ১লা নভেম্বর এটি অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়ার দায়িত্বে থাকা জুরি বোর্ডের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সমন্বয়কারী কাজী আফরোজা মীম।বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মহিউদ্দিন ফারুককে চেয়ারম্যান এবং আবদুস সামাদ খোকনকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট এই জুরি বোর্ডের সদস্য হলেন- বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন ও রশিদুল আমিন হলি। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য ছাড়াও অন্যতম আয়োজক মো. সালাউদ্দিন আহমেদ শিমুল উপস্থিত ছিলেন। এ সময় কাজী আফরোজা মীম বলেন, ‘গেল ৮ বছর ধরে বিএনএস লজেস্টিক আইএনসি বাণিজ্যমেলার আয়োজন করে চলেছে। এবার তিন দিনব্যাপি বাণিজ্যমেলার শেষদিন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই দিন পুরস্কার দেয়ার পাশাপাশি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।’আয়োজক মো. সালাউদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘বাংলা ভাষায় নির্মিত নান্দনিক ও জনপ্রিয় চলচ্চিত্রকে উৎসাহিত করার জন্য এ অ্যাওয়ার্ড দেয়া হবে। প্রথম দিকে জুরি বোর্ডের রায়ে শ্রেষ্ঠ ছবি, পরিচালক ও নায়ক-নায়িকাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। পরবর্তী সময়ে এর পরিধি বাড়বে এবং বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবাংলার চলচ্চিত্র শিল্পকেও এর সঙ্গে যুক্ত করা হবে। মূলত বাংলা ছবিকে বিশ্ব দরবারে পরিচিতি ও জনপ্রিয় করার উদ্দেশ্যই আমাদের এই উদ্যোগ।’এলএ/পিআর
Advertisement