বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে কলম্বিয়া। বিশ্বকাপে টিকে থাকতে শেষ ম্যাচে জিততেই হবে কলম্বিয়াকে। যদি ড্রও করে কলম্বিয়া তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে জাপানের ম্যাচের দিকে। তাই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে জয়ের দিকেই চোখ কলম্বিয়ার কোচ পেকারম্যানের।
Advertisement
অন্যদিকে শেষ ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আফ্রিকান দেশ সেনেগাল। এখন পর্যন্ত একমাত্র আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে টিকে রয়েছে তারা।
সেনেগাল একাদশ : খাদিম এনদিয়াই (১৬) (গোলরক্ষক), গাসামা (২১) কালিদু কোলিবালি (৩), সালিফ সানে (৬), ইউসুফ সাবালি (১২), গানা (৫), আলফ্রেড এনদিয়ে (১৩), এমবায়ে নিয়াং (১৯), ইসমাইলা সার (১৮), কাইয়ুতে, সাদিও মানে (১০), কাইতা বালদে
কলম্বিয়া একাদশ : ডেভিড ওসপিনা (গোলরক্ষক), ইয়ারি মিনা, স্যান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মজিকা, কার্লস সানচেজ, ডেভিড সানচেজ, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, উরিবে, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেশ রড্রিগেজ এবং রাদামেল ফ্যালকাও।
Advertisement
আরআর/আরআইপি