কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডে আরও ৫০ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গিকোমবা দেশের সর্ববৃহৎ খোলাবাজার। সেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
স্ট্যান্ডার্ড পত্রিকার এক খবরে বলা হয়েছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ এখনও জানা যায়নি। সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় অনেকেই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চার শিশুও ছিল। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিটিএন/পিআর
Advertisement