তথ্যপ্রযুক্তি

প্রবৃদ্ধি কমলেও বেড়েছে ইন্টারনেট গ্রাহক

বর্তমান সরকারের চলতি মেয়াদে প্রযুক্তির উন্নয়ন সহজলভ্য করেছে ইন্টারনেটের ব্যবহার। ফলে আগের যে কোনো সময়ের তুলনায় স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করছেন নতুন প্রজন্ম। বিগত কয়েক মাসের চাইতে ইন্টারনেট সংযোগের পরিমাণ বাড়ছে বেশ বড় হারে। মে মাসে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ ৯ লাখ ৫৪ হাজার বৃদ্ধি পেয়ে ৮ কোটি ৬৮ লাখ ৭২ হাজারে এসে দাঁড়িয়েছে। একই মাসে কার্যকর মোবাইল সিম সংযোগ বেড়েছে চার লাখের মতো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

Advertisement

তবে মে মাসের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এপ্রিলে ১৩ লাখ ৭৩ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছিল। তারও আগে মার্চ মাসে ১৪ লাখ ৪ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ২৩ লাখ ১২ হাজার কার্যকর ইন্টারনেট সংযোগ বেড়েছিল।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্ত খাতে উন্নয়ন বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল। সরকার সেটি পূরণ করেছে। প্রযুক্তিতে উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই।’

খাত সংশ্লিষ্টদের মতে, ইন্টারনেট সংযোগের প্রায় পুরোটাই এসেছে মোবাইল ফোন অপারেটরগুলোর কাছ থেকে।

Advertisement

সূত্র জানায়, ফেব্রুয়ারিতে ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ার পর থেকে ইন্টারনেট সংযোগের দিকে গ্রাহকরা আরও বেশি আকৃষ্ট হয়েছেন।

উল্লেখ্য, মে মাসের শেষে দেশে এখন মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট চালু আছে ৮ কোটি ১১ লাখ ৭ হাজার।

আরএম/এসআর/জেআইএম

Advertisement