জাতীয়

ঢাকায় সুপেয় পানি সঙ্কট নেই : সংসদে খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী ঢাকায় সুপেয় পানি সঙ্কট নেই। দৈনিক চাহিদার চেয়ে ঢাকা ওয়াসার বেশি পানি সরবরাহের সক্ষমতা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের করা প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে রাজধানী ঢাকায় দৈনিক পানির চাহিদার পরিমাণ ২৩০ থেকে ২৩৬ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা রয়েছে দৈনিক ২৪৫ কোটি লিটার।

তিনি বলেন, ঢাকা ওয়াসা তিনটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। এগুলো হচ্ছে- সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩), পদ্মা (যশদদিয়া) পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) ও গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসা ২০২১ সাল নাগাদ রাজধানী ঢাকায় সুপেয় পানির চাহিদার ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে ঢাকা মহানগরীতে সরবরাহ করতে সক্ষম হবে।

Advertisement

এইচএস/এমইউএইচ/এমবিআর/জেআইএম