রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামীর হাতে স্ত্রী মর্জিনা বেগম (৫২) খুন হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর উপকণ্ঠ ভুগরইল কালুর মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর থেকে স্বামী কোরবান আলী পলাতক রয়েছেন।শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন রউফ জাগো নিউজকে জানান, নিহত মর্জিনা বেগম কোরবান আলীর দ্বিতীয় স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরে মর্জিনা বেগম এক কাঠা জমি কেনেন। জমিটি কোরবান আলী মর্জিনা বেগমের কাছ থেকে নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার ভোরে কোরবান আলী তার স্ত্রী মর্জিনাকে রড দিয়ে পেটান। এর ফলে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা বেগম।ওসি আরো জানান, ঘটনার পর এলাকাবাসি থানায় থবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কোরবান আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। শাহরিয়ার অনতু/এমজেড/এমএস
Advertisement