জার্মান সমর্থকরা এটাকে এখনো বুঝি স্বপ্নই ভাবতে চাইবেন। কেননা, স্বপ্ন ভেঙে গেলেই তারা দেখবেন বিশ্বকাপে আর নেই জার্মানি। গোটা বিশ্ব দুনিয়াকে তাক লাগিয়ে গ্রুপ পর্বের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেখানে একটি জয়েই পারতো তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠাতে সেখানে তারা হেরে বসে ০-২ গোলে। চারদিক থেকে কোচ জোয়াকিম লোর ওপর চাপ আসছে। কিন্তু জার্মান বস জানালেন, সামনের কয়েকটা ঘণ্টা তিনি সময় চান নিজের ভবিষ্যৎ জানাতে।
Advertisement
জার্মানির পারফরম্যান্সে যারপরানই হতাশ জোয়াকিম লো। ম্যাচ শেষে উঠে আসে জার্মানির কোচের পদ ছাড়া না ছাড়া প্রসঙ্গ। লো’র সোজাসাপ্টা উত্তর, ‘আমি এখনই আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমার কয়েকটা ঘণ্টা সময়ের প্রয়োজন। আমি ফেডারেশন প্রধানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলবো। তবে এখন সবকিছু অকালপক্বের মতো অবস্থা। আমি এ কথাই বলতে পারি, আমি খুব হতাশ।’
ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও হতাশা ব্যক্ত করেছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী কোচ। ‘আমি খুব আঘাত পেয়েছি। অবশ্যই, এটা খুব হতাশার। আমরা বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম যাতে করে আমরা বিশ্বকাপটা ধরে রাখতে পারি। কিন্তু আমরা সেটা পারিনি। কেন পারিনি, সেটা জানি না। আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে কারণ ২০০৬ থেকে আমরা ভালো খেলে আসছি। কিন্তু এবার আমরা পারিনি। আমাদেরকে এটা গ্রহণ করতে হবে।’
২০০৬ বিশ্বকাপের পর ইয়ুর্গেন ক্লিন্সম্যানে বিদায়ের পর জার্মানির দায়িত্ব নেন লো। এরপর টানা ১২ বছর জার্মানদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে একটি বিশ্বকাপ এবং একটি কনফেডারেশন্স কাপ জেতান দলকে। অবশেষে একযুগ পর ব্যর্থতা সঙ্গী করেই বিদায় নিতে হচ্ছে তাকে।
Advertisement
আরআর/বিএ