এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিল কোরিয়া। এ যেন গেল দুই বিশ্বকাপের প্রতিচ্ছবি।
Advertisement
২০০৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও ইতালির পথ ধরে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সেই পথেই হাঁটলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিল দক্ষিণ কোরিয়া। অথচ এই ম্যাচে নামার আগে অনেকটা নির্ভার ছিল জোয়াকিম লোর শিষ্যরা। এই ম্যাচে নূন্যতম ব্যবধানে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারতো তারা।
কিন্তু মুহুর্মুহু আক্রমণ মিস করে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে তারা। অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সুইডেনের ৩ গোলের ব্যবধানে জেতায় জার্মানির শুধু জয় পেলেই হতো। কিন্তু সেই অধরা জয় আর দেখা দিল না তাদের কাছে। ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি।
Advertisement
আরআর/বিএ