প্রবাস

ফ্রান্সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে প্রস্তুতি সভা

ফ্রান্সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল করতে ব্রাসেলসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপে আসন্ন ‘প্রবাসী বিনিয়োগ মহাসম্মেলন’ ১ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০১৮ সফলে প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সভা আয়োজিত হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ সভায় যোগ দেন ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদত হোসেন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের (সিইএফবি) সভাপতি কাজী এনায়েত উল্লাহ এবং সামিটের বিশেষ সমন্বয়ক মাঈনুল ইসলাম নাসিম। উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা বাংলাদেশে বিশ্বব্যাপী কোটি প্রবাসীর সার্থক ও নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের এজেন্ডা ও রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

Advertisement

এমআরএম/জেআইএম