অর্থনীতি

রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব

সরকারকে সুষ্ঠুভাবে ৫ বছর দেশ পরিচালনা করতে দেওয়া হলে রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর হোটেল রেডিসনে ২০১২ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত ব্যবসায়ীদের মাঝে সিআইপি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা সরকারের আগের মেয়াদে রপ্তানি আয় ১৫ বিলিয়ন ডলার থেকে দ্বিগুণ বাড়িয়ে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। এখনো যদি রাজনীতিতে স্থিতিশীলতা বজায় থাকে আর সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে দেওয়া হয়, তবে এ আয় আরও বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে।এ সময় উন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে দলগুলোর প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী।দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ৫ বছরের জন্যই নির্বাচিত হয়ে থাকে। আর এ নির্বাচিত সরকারকে স্থিতিশীলভাবে ৫ বছর কাজ করতে দেওয়া উচিত। অন্যথায় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে কিছুই ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ আছে যাদের অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের মত নয়।৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংস আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় তারা আন্দোলনের নামে যে ধরনের সহিংসতা শুরু করেছিলো তা দেশের অনেক ক্ষতি করেছে। বিএনপি-জামায়াত যে আন্দোলন করেছে তা ছিল মূলত সহিংতা সৃষ্টি করা। সেটা কোনো আন্দোলন ছিল না। আমরাও আন্দোলন করেছি। জন সচেতনতা সৃষ্টি ছাড়া আন্দোলন সফল হয়নি।অনুষ্ঠানে ২০১২ সালের সিআইপি হিসেবে মনোনীত হওয়া ১০১ জন ব্যবসায়ীকে কার্ড পরিয়ে দেন বাণিজ্যমন্ত্রী। এ বছর দুইটা ক্যাটাগরিতে সিআইপি মনোনীত করা হয়। তবে আগামিতে সিআইপি কার্ড বিতরণে ক্যাটাগরি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।সিআইপি কার্ডপ্রাপ্ত এসব ব্যবসায়ীরা সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। পাশাপাশি  জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যালিটির নাগরিক অনুষ্ঠানে আমন্ত্রণপ্রাপ্তি, রেল, সড়ক ও জলপথে আসন সংরক্ষণে অগ্রাধিকার, লেটার অব ইনট্রোডাকশন ইস্যুর ক্ষমতা, পরিবারের সদস্যদের সরকারি হাসপাতালে কেবিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Advertisement