ধর্ম

হজে গমনকারীরা সঙ্গে যা যা নিবেন(পর্ব-২)

হজ একান্তই ফরজ ইবাদত। বলতে গেলে যারা আল্লাহর খুব প্রিয় হতে চায় পরিশ্রম ও সম্পদের কুরবানির করতে সামথ্য রয়েছে, তাদের জন্যই হজ। এতে রয়েছে প্রচুর পরিশ্রমের বিষয় সেহেতু এখানে অতিরিক্ত কোনো কিছু করার সুযোগ নেই। এ কথাটি স্মরণ রাখতে হবে- আল্লাহকে একান্তভাবে পাওয়ার জন্য, তার গভীর নৈকট্য লাভের জন্য, তারই হুকুম পালনার্থে হজ করা। হজের সম্পাদনে অধৈয্য না হয়ে ধৈয্যের পরিচয় দিতে হবে। এমন কোনো আচার-আচরণ বা কর্ম করা যাবে না, যার দ্বারা হজের উদ্দেশ্য ব্যাহত হয়।হজের সফর ১৫ দিন থেকে প্রায় ২ মাসের হয়ে থাকে। তাই এ দীর্ঘ সফরে ব্যাগেজ যত কম হয় ততই ভাল। তাই নিত্য ব্যবহার্য জিনিস পত্রের মধ্যে যা প্রয়োজন-১. ব্যবহারের কাপড়-লুঙ্গি, গেঞ্জি, গামছা, ফতুয়া, পানজাবি, পা-জামা২. নিত্য ব্যবহারের তেল, সাবান, টুথ পেষ্ট, মিসওয়াক৩. একটি হাওয়াই বালিশ (যা মুজদালিফাসহ সব জায়গাই লাগবে)৪. খাবারের জন্য একটি থালা এবং ছোট মগ৫. প্রয়োজনীয় ওষুধ (ঠাণ্ডা, সর্দি-কাশি, আমাশয়, মাথা ব্যথা, গ্যাস্টিক), খাওয়ার স্যালাইন ৬. দু’টি ব্যাগ- ক. একটি সব মালামাল রাখার জন্য বড় ব্যাগ, অন্যটি মিনা, মুজদালিফা, আরাফাসহ বিভিন্নস্থান পরিদর্শনে ইহরামের কাপড়, পাসপোর্ট-টিকিট ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য।৭. দুই সেট ইহরামের কাপড়৮. ইহরামের কাপড় পরে কোমর বাধার জন্য একটি কাপড়ের বা চামড়ার বেল্ট৯. স্পঞ্জের সেন্ডেল ইহরাম অবস্থায়, ভালো জুতাব্যাগসহ (মোট ২ সেট)১০. পরিমাণ মতো রিয়াল বা ডলার১১. হজের যাওয়ার পূর্বেই ডাক্তারের সঙ্গে দেখা করে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন বা টিকা গ্রহণ করা।সুতরাং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আগেই সফরের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়সহ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা এখনও হজের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেননি, স্বাস্থ্য পরীক্ষা করাননি। সফরের পূর্বেই তা গ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে হজের প্রস্তুতি গ্রহণ এবং কল্যাণ লাভে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন। জাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। হজের প্রয়োজনীয় আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।# হাজি সাহেবানদের যেসব প্রস্তুতি থাকা জরুরি (পর্ব-১)এমএমএস/এমএস

Advertisement