বিনোদন

যে কারণে দেশীয় সিনেমার প্রচারে নীরব থাকেন শাকিব খান

আনন্দঘন পরিবেশে মহরত ঘোষণা হলো নতুন একটি সিনেমার। নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। আর এতে অভিনয় করবেন শাকিব খান ও বুবলী। এ ছাড়াও সুচিস্মিতা মৃদুলা নামে আরেকজন নায়িকা এতে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর কন্টেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজি।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ছবির মহরতে উপস্থিত ছিলেন ছবির নায়ক শাকিব খান। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জাগো নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয় কলকাতার ছবিগুলোর প্রমোশনে বেশ আগ্রহ নিয়েই উপস্থিত থাকেন তিনি। কিন্তু দেশীয় ছবি নিয়ে তেমন একটা উচ্ছ্বাস তার মধ্যে দেখা যায় না। গেল ঈদেও সেটা লক্ষ করা গেছে। তিনি সুযোগ পেলেই গণমাধ্যমগুলোতে ওপারের ছবি ‘ভাইজান এলো রে’নিয়ে কথা বলেছেন। কিন্তু দেশীয় প্রযোজনায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার বিষয়ে ছিলেন উদাসীন। সেসব ছবি নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। দেখা যায় না কোনো রকম অনুষ্ঠানেও। কেন? জবাবে শাকিব খান দায় চাপালেন দেশীয় সিনেমার প্রযোজক ও টিভি চ্যানেল মালিকদের উপর। শাকিব বলেন, ‘এখানে প্রচারণার জায়গাটিতে অনেক গ্যাপ আছে। আমাদের প্রযোজকরা কোনো বাজেট রাখেন না ছবির প্রচারে। তাদের আয়োজনও থাকে না। যদি তারা ডাকতেন তবে আমি আসতাম। আর ছবির প্রচারে দেশের টিভি চ্যানেলগুলো উদাসীন। কলকাতা বা বলিউডে অনেক চ্যানেল রয়েছে শুধু ফিল্মভিত্তিক। সারাদিন তারা নতুন ছবির ট্রেলার, গান প্রচার করে। এমন কিছু আমাদের দেশে নেই। এখানে কোনো টিভি চ্যানেল নতুন ছবির সত্ত্ব কিনতে চায় না। কিন্তু অন্যান্য দেশে কোটি কোটি টাকা দিয়ে নতুন ছবির কপিরাইট কিনে সেগুলো প্রচার করে টিভি চ্যানেল।’

আলাপে আলাপে শাকিব বলছিলেন, ইন্ডাস্ট্রির মন্দাবস্থার পেছনে মানহীন সিনেমা হলও দায়ী। সরকারকে এদিকে বিশেষ নজর দিতে হবে। এই প্রেক্ষিতে দেশের সেরা নায়ক ও একজন প্রযোজক হিসেবে শাকিব খান ব্যক্তিগত উদ্যোগে কিছু সিনেমা হলের উন্নয়নে কাজ কেন করেন না জানতে চাইলে তিনি মিষ্টি মুচকি হাসি দেন। জবাব দেন, ‘সিনেমা হলের উন্নয়নে অনেকেই কাজ করছে। লাইভ টেকনোলজিও বেশ কিছু পরিকল্পনা করেছে। সেখানে আমাকেও তারা জড়িত রেখেছে। দেখা যাক কী হয়।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নে নিজের সাম্প্রতিক কাজ নিয়ে শাকিব খান বলেন, ‘ক্যাপ্টন খান লাস্ট লটের শুটিং চলছে। চমৎকার সিনেমা। এর মানও দারুণ। ওয়াজেদ আলী সুমন দারুণ একজন নির্মাতা। আর শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আজ নতুন একটি কাজ শুরু করলাম। তাছাড়া এসকে মুভিজের সাথে অনেকগুলো কাজরে পরিকল্পনা চলছে। দেশের অনেকগুলো ছবির ব্যপারেও কথা চলছে। আমি আর একটিও মানহীন কাজ করতে চাই না। এখন থেকে যে কাজগুলো হবে প্রত্যেকটাই ভালো হবে।’

Advertisement

নিজের প্রযোজনা নিয়ে শাকিব জানান, ‘আমার প্রযোজনাও অব্যাহত থাকবে। এই মুহূর্তে নির্মাণ করতে যাচ্ছি ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা। হিমেল আশরাফ পরিচালনা করবে ছবিটি। বুবলীই প্রিয়তমা এই ছবির। এই ছবির গল্পটা জোশ। শুনে মনে হলো অনেক দিন পরে একটি সিনেমার গল্প আমাকে ভাবিয়েছে, আমাকে কাঁদিয়েছে। আমার মনে হয়েছে আমি ছবিটি করতে চাই। শামীম আহমেদ রনিও একটি ছবির গল্প লিখছে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই হবে।

বাইরের ইন্ডাস্ট্রিতে বড় সিনেমায় কাজ করে আমি যতটুকুই শিখছি। আমি আমার এখানে যে গ্যাপগুলো আছে সেগুলো পূর্ণ চেষ্টা করছি। আমাদের পরিচালকরা অনেক মেধাবী। আমাদের কিছু টেকনিক্যালি দুর্বলতা আছে। সেটা আমাদের নির্মাতারা মেধা দিয়ে পূর্ণ করার চেষ্টা করেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ যখন রিমেক হয়েছিল আমাদের ছবিটিই বেশি ভালো হয়েছেন বলে স্বীকার করেছেন বলিউডের নির্মাতারা। মেধা আমাদের আছে। এখন টেকনিক্যাল সাইড উন্নত হয়ে গেলে আমাদের সিনেমাও বিরাট একটা লেভেলে যাবে।’

এলএ/পিআর

Advertisement