দেশজুড়ে

কুমিল্লায় ৪ লক্ষাধিক নকল টাকা উদ্ধার

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে শহরের গোবিন্দপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ৪ লাখ ২২ হাজার টাকার নকল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় কামরুল ইসলাম ও মেহেদী হাসান রাতুল নামের ২ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে ডিবির উপপরিদর্শক (এস আই) ফিরোজ হোসেনের নেতৃত্বে ডিবির এসআই সহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। ডিবির এস আই ফিরোজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাতে গোবিন্দপুর খলিফা বাড়ির নাছির উদ্দিনের ছেলে কামরুল ইসলামের বাসায় তল্লাশি চালিয়ে ৪ লাখ ২২ হাজার টাকার নকল টাকা এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে ১ হাজার টাকার নোট ৮৬টি, ৫শ টাকার নোট ৩ লাখ ১০ হাজার, ৫০ টাকার নোট ৬ হাজার ৭৫০ টাকা, ২০ টাকার নোট ২ হাজার ৭শ এবং ১শ টাকার নোট ৭০ হাজার ৬শ। এসময় কামরুল ইসলাম ছাড়াও টমছমব্রিজ হাউজিং এস্টেট এলাকার আ. ছামাদের ছেলে মেহেদী হাসান রাতুলকে আটক করা হয়। এ বিষয়ে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ নকল টাকার ব্যবসা করে আসছিল বলে ডিবি ধারণা করছে। এ চক্রের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে ডিবি সূত্রে জানা গেছে। মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

Advertisement