আন্তর্জাতিক

ভারতে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

ভারতে গত সাতদিনের বন্যায় শতাধিক মানুষ মারা গেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই মারা গেছে ৬৯ জন। বাজ পড়ে, জলের তোড়ে ভেসে, সাপের কামড়ে, দেয়াল চাপা পড়ে এবং বিদ্যুতের ছেড়া তাড়ে জল বিদ্যুতায়িত হওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।পশ্চিমবঙ্গের উনিশটি জেলার মধ্যে বারোটিই বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানসহ সাতটি জেলার অবস্থা সবচেয়ে খারাপ।রাজ্যের মোট একান্ন লাখ মানুষ এখন বন্যা কবলিত রয়েছে। এদের মধ্যে তিন লাখ মানুষ দুই হাজারের মতো আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। বহু স্থান থেকে বন্যা কবলিতরা ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বর্ধমানে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসি।এআরএস/এমএস

Advertisement