চলতি বছরের শেষের দিকে কর্মীদের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ৫০ হাজার ম্যাকবুক কিনবে। আইবিএম যদি সত্যিই ৫০ হাজার ম্যাকবুক কিনে তাহলে তারাই হবে ম্যাকবুকের সবচেয়ে বড় ক্রেতা।আইবিএম এক বিবৃতিতে জানায়, কর্মীদের জন্য লেনোভো থিংকপ্যাডের পরিবর্তে অ্যাপলের ম্যাকবুক ব্যবহারের সুযোগ করে দিতে চাইছেন তারা। এজন্য চলতি বছরের শেষ নাগাদ ৫০ হাজারের মতো ম্যাকবুক কেনা হতে পারে। তবে এ সংখ্যা অনেক বাড়তে পারে বলেও জানানো হয়। চলতি বছরের শেষ নাগাদ ৫০ থেকে ৭৫ শতাংশ কর্মীর জন্য ম্যাকবুক কেনার পরিকল্পনার কথা জানায় আইবিএম।এ বিষয়ে আইবিএমের প্রধান তথ্য কর্মকর্তা জেফ স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘আমরা এখন যে ডিভাইস ব্যবহার করছি, তার সঙ্গে ম্যাকবুকের দামের সামঞ্জস্য করতে চাইছি। আর এ বিষয়ে আমরা অ্যাপল প্রধান টিম কুক ও প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করছি। স্মিথ আরো জানান, অ্যাপলের তথ্য অনুযায়ী তারা প্রতি বছর কোনো একটি প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ ২৫ হাজার ম্যাকবুক বিক্রি করছে। কিন্তু আইবিএমের বছরে দেড় থেকে দুই লাখ ম্যাকবুক কেনার সম্ভাবনা রয়েছে। এতে ম্যাকবুকের সবচেয়ে বড় ক্রেতা হতে যাচ্ছে আইবিএম। ২০০৫ সালে থিংকপ্যাড ও পিসি ব্যবসা লেনোভোর কাছে বিক্রির আগে অ্যাপলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল আইবিএম। এআরএস/এমএস
Advertisement