ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু দায়রা জজ বি এম তরিকুল কবির শর্ত সাপেক্ষে ওই দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তরের আদেশ দেন।
Advertisement
আদালতের আদেশে শিশুটিকে ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া এলাকার কুয়েত প্রবাসী শামসুল আলমের স্ত্রী নিঃসন্তান শারমিন আক্তারের হাতে তুলে দেয়া হয়। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম রাখা হয়েছে সিয়াম।
এর আগে শিশুটিকে আদালতে তোলা হলে দুই নারী তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন আদালতের কাছে। পরে আদালত শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে নিঃসন্তান ওই দম্পতির কাছে হস্তান্তর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুন ঠাকুরগাঁও সদর উপজেলা মথুরাপুরে যোদ্ধা নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ওই শিশুকে কুড়িয়ে পায় এলাকাবাসী। এরপর স্থানীয় চেয়ারম্যান মথুরাপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক নারীকে শিশুটির দেখভালের দ্বায়িত্ব দেন।
Advertisement
রিপন/এমএএস/আরআইপি