রাজধানীর সায়েদাবাদে ইয়াবাসহ গ্রেফতার শ্যামলী পরিবহনের বাসচালক ও হেলপারকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
Advertisement
মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নুর আলী মোল্লা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার সকালে সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ন ‘মা-জননী হোটেলের’ সামনে কক্সবাজার থেকে আগত বাসটি থেকে ইয়াবাসহ চালক-হেলপারকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন-শ্যামলী পরিবহনের চালক আব্দুল হালিম শেখ (৪২) ও হেলপার রনি মিয়া (১৯)।
র্যাব-৩ এর অধিকায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার হতে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন মাধ্যমে বড় একটি ইয়াবার চালান ঢাকা আসছে।
Advertisement
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সোমবার সকালে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ল ‘মা-জননী হোটেলের’ সামনে অবস্থান নেয়। শ্যামলী পরিবহনটি এসে পৌঁছালে গাড়িটি তল্লাশি করে চালক ও হেলপারকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন (৩২) নামক এক মাদক ব্যবসায়ী তিন হাজার টাকা হাতে দিয়ে সাথে একটি পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে বলে।
জেএ/জেএইচ/এমএস
Advertisement