নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেন মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। শেষ মুহূর্তের গোলে সুইডেন ম্যাচটি হেরে যায় ২-১ গোলে। সে ম্যাচের পর সুইডেন ফরোয়ার্ড মার্কাস বের্গকে ডোপ টেস্টের জন্য তলব করা হয়।
Advertisement
কিন্তু বের্গ সেখানে না গিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনগুলোতে দলের প্রতিনিধি হিসেবে যান। এর ফলে ফিফার আরোপ করা ডোপ টেস্টটি যথাসময়ে হতে পারেনি। এমন ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ফিফার প্রতিনিধি।
ডোপ টেস্টে হাজির না হওয়ায় বিপদে পড়ার সম্ভাবনা ছিল বের্গের। মেক্সিকোর বিপক্ষে সুইডেনের বাঁচামরার লড়াইয়ে নিষিদ্ধও হতে পারতেন তিনি। তবে ফিফা জানিয়েছে, ৩১ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ডের বিরুদ্ধে আর কোন পদক্ষেপ নেয়া হবে না।
ডিকেটি/এমএমআর/পিআর
Advertisement