মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি মাত্র গাছে ৪০ প্রজাতির ফল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন স্যাম ফন আকেন নামে এক অধ্যাপক। গাছটিতে রয়েছে পিচ, চেরি, প্লাম, এপ্রিকট ও আমন্ডসহ আরো অনেক প্রজাতির ফল।স্যাম ফনের এ সফলতায় সবাইকে শুধু চমকেই দেননি আলোচনার কেন্দ্রেও চলে এসেছেন তিনি। নিউইয়র্কের বাসিন্দা অধ্যাপক স্যাম ফন আকেন সত্যিই এরকম এক গাছ তৈরি করে ফেলেছেন, যাতে নির্দিষ্ট সময়ে ফল ধরে, সব মিলিয়ে ৪০ রকমের।শুধু ফল নয়, তার আগে ফুলও ধরে। এই বসন্তেই ৪০ ধরনের নানা রঙের ফুলে ভরে গিয়েছিল গাছ। এবার, ক্রমশ গরম করতে শুরু করার পর ফল ধরতে শুরু করেছে।শিল্পকলার অধ্যাপক স্যাম ফন আকেন এই যে আশ্চর্য ব্যাপারটা ঘটিয়ে ফেলেছেন, এটা নিয়ে আমেরিকাজুড়ে খুব হইচই হচ্ছে। সবাই জানতে চাইছেন, কীভাবে একটা গাছে ৪০টা ফল গাছের সমাহার করে ফেললেন।স্যাম বলেন, পদ্ধতিটি প্রাচীন। আসলে কলমের গাছ বানানোর কায়দা রপ্ত করেছেন তিনি। এশিয়ার দেশে যা রীতিমত চালু পদ্ধতি।বিএ
Advertisement